ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আজ পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার এক দিনেই দেশটির পাঁচ মন্ত্রী পদত্যাগ করেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র ফেসবুক পোস্টে শেয়ার করেছেন।
ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাঁদের স্থানে নতুন মুখ আসবেন বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় আড়াই বছর পর গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সরকারে বড় রকম রদবদল আনার নির্দেশ দেন।
এ ঘটনাকে শরৎ ও শীত আসার আগে সরকারের ‘পুনর্গঠন কার্যক্রম’ শুরু বলে আখ্যায়িত করেন জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী।
উল্লেখ্য, ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রী গতকাল পদত্যাগ করেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইউক্রেন সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এ দিনই পদত্যাগ করেন দেশটির আরও চার মন্ত্রীও।
যারা পদত্যাগ করেছেন, তাঁরা হলেন, কৌশলগত শিল্পমন্ত্রী (অস্ত্রপ্রধান) ওলেকসান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা ও ইরিনা ভেরেশচুক। এ ছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল।
চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর ওপর নতুন করে ছয় মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের এক-তৃতীয়াংশ পদ খালি হয়ে গেছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। এর আগেই তিনি ও তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠজনেরা পদত্যাগকারী মন্ত্রীদের পদ পূরণে উদ্যোগ নিতে পারেন।
অর্থসূচক/এএকে/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.