দেশের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং প্রতিষ্ঠানের কর্মীরা। ব্র্যাকের ত্রাণ তহবিলে প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে।
প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব জসিম উদ্দিন নিজেও ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহন করেন।
এছাড়াও ডিবিএইচ ফাইন্যান্স প্রতিষ্ঠানের নিজস্ব সিএসআর তহবিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে বন্যাদূর্গত মানুষের পাশে এগিয়ে এসেছে। দেশের এই দূর্যোগে সামাজিক দায়িত্ববোধ থেকে ডিবিএইচ বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.