কাবুলে বোমা হামলায় নিহত ৬, আহত ১৩

কাবুলের শহরতলিতে এক আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন।

মঙ্গলবর (৩ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকার কালা বখতিয়ারে এক অজ্ঞাত ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। কে বা কার এই বোমা হামলায় জড়িত তারা তা তদন্ত করে দেখছে।

খালিদ জারদান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের কাজ চলছে। েমৃতদের ৬ জনের মধ্যে একজন নারী রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তালেবানও জানিয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে জঙ্গি হামলার সংখ্যা কমেছে। তারা নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

অর্থসূচক/ এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.