দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা : অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট পাবনায় ছাত্রদের ওপর গুলিবর্ষণ করতে দেখা যায় নাসিরকে। ওই ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হন।

মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গ্রেপ্তার নাসিরকে পাবনা পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.