দিনের শুরুতে তাসকিনের আঘাত

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে বাংলাদেশ অল আউট হয় ২৬২ রান করে। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশ দারুণ এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে।

এরপর শেষ বিকেলে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল পাকিস্তান।

চতুর্থ দিনের সকাল থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন পাকিস্তানের দুই ব্যাটার শান মাসুদ ও সাইম আইয়ুব। বাংলাদেশকে উইকেটের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে নবম ওভার পর্যন্ত। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে ফিরেছেন সাইম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.