চিকিৎসকদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন চিকিৎসককে মারধরের ঘটনায় ‘কমপ্লিট শাটডাউন’ ডাক দিয়েছেন চিকিৎসকরা। এমতাবস্থায় হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা দিতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বিধানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে সকাল থেকে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সমস্যা সমাধানে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর রবিবার (১ সেপ্টেম্বর) চিকিৎসকরা চার দফা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.