ঢামেকের ইমার্জেন্সি সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ইমার্জেন্সি ও বহির্বিভাগে রোগীদের ভিড়। সকাল থেকেই দাঁড়িয়ে আছেন চিকিৎসা প্রার্থীরা। বহির্বিভাগে সকালে কিছুক্ষণ চিকিৎসা সেবা দেওয়া হলেও ঘণ্টা খানেক পর তা বন্ধ করে দেওয়া হয়।

এই মুহূর্তে হাসপাতালের কনফারেন্স রুমে পরিচালকের সঙ্গে ডাক্তারদের মিটিং চলছে। ডাক্তারদের দাবি কী তা সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। মিটিং শেষে তারা সিদ্ধান্ত নেবেন, চিকিৎসা সেবায় ফিরবেন নাকি আন্দোলন চলমান থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স এ তথ্য জানান।

এ সময় ঢামেকে পুলিশ ও সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.