শীর্ষ মাদক কারবারি ও রোহিঙ্গা সন্ত্রাসী বিদেশী অস্ত্রসহ গ্রেফতার

মিয়ানমারের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ‘নবী হোসেন গ্রুপ’ এর প্রধান শীর্ষ মাদক কারবারি ও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন (৪৭) এবং তার ভাই মাদক চোরা কারবারি সৈয়দ হোসেন ওরফে ভুলুকে (৪৫) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়াম (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৩১ আগস্ট) রাতে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ইস্ট ব্লক-বি/৪১ এর মৃত মোস্তাক আহমেদের ছেলে নবী হোসেন (৪৭) এবং তার ভাই সৈয়দ হোসেন ওরফে ভুলুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্টের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ইকবাল হোসেন জানান, গ্রেফতার নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নেতা। তিনি মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবা চোরাচালানের মূল হোতা হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে এই নবী হোসেন হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে আসছিল।

এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আরও জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি। তার বিরুদ্ধে অসংখ্য মামলাও রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থসূচক/এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.