ভ্যানে লাশের স্তূপের ঘটনা আশুলিয়ার

ভ্যানের ওপর তোলা হচ্ছে নিথর মরদেহ। একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশের স্তূপ সাজাচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য। একপর্যায়ে মরদেহগুলো ঢেকে দেওয়া হয় ময়লা চাদর ও রাস্তার পাশের ব্যানারে। চাদর ও ব্যানারের আড়াল থেকে তখনও দেখা যাচ্ছে নিথর হাত-পা।

এমন বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। জানা যায়, ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। আর ভিডিওতে দেখা হেলমেট পরিহিত ওই ব্যক্তি হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

স্থানীয়রা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানার সামনের দোকানি ফাহিমা গণমাধ্যমে বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা। আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম। আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল, যা ভিডিওতে দেখা গেছে।

ভিডিওতে মাথায় হেলমেট পরিহিত পুলিশ সদস্য ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত আরাফাত হোসেন বলে শনাক্ত করেছেন স্থানীয়রা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.