ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মার্কিন সেনাদের এক যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের পশিমাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।
শনিবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইরাকের পশিমাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। মার্কিন ও ইরাকি সেনারা বিভিন্ন অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরক বেল্টে সজ্জিত আইএস সদস্যদের সম্মুখীন হয়েছিল। তবে কোনও বেসামরিক নাগরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ৭ মার্কিন সেনা আহত হয়েছে। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি সেন্টকম।
ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, মরুভূমি ও পাহাড়ি এলাকায় আইএস-এর গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এসময় সব গোপন আস্তানা, অস্ত্রশস্ত্র, আত্মঘাতী বেল্ট ধ্বংস করা হয়েছে। এছাড়া, গুরুত্বপূর্ণ দলিল ও পরিচয়পত্র, যোগাযোগের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সেন্টকম বলেছে, ওই অঞ্চলের ভেতরে-বাইরে মার্কিন, ইরাকি ও তাদের মিত্রদের ওপর আইএস-এর হামলা চালানোর পরিকল্পনা ও সক্ষমতা হ্রাসের উদ্দেশ্যে গোষ্ঠীটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।
এই বিষয়ে এক জ্যেষ্ঠ ব্রিটিশ কর্মকর্তা বলেছেন, তাদের (আইএস) আপাতত দমিয়ে রাখা গেছে, কিন্তু তারা দৃশ্যপট থেকে নিশ্চিহ্ন হয়নি।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.