নিজস্ব নেটওয়ার্কের বাইরে নিরবিচ্ছিন্ন ভ্রমণ সুবিধা দিচ্ছে এমিরেটস

এমিরেটস যাত্রীরা বর্তমানে এয়ারলাইনটির নিজস্ব নেটওয়ার্কভুক্ত গন্তব্য ছাড়াও অতিরিক্ত প্রায় ১ হাজার ৭০০টি গন্তব্যে নিরবিচ্ছিন্ন ভ্রমণ সুবিধা পাচ্ছেন। গত এক বছরে গন্তব্যের এই সংখ্যা দিগুন বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন এয়ারলাইন, রেল ও হেলিকপ্টার সংস্থাগুলোর সঙ্গে সম্পাদিত পার্টনারশিপ চুক্তির ফলে এমিরেটস যাত্রীরা নিরবিচ্ছিন্ন ব্যাগেজ ট্র্যান্সফার, ফ্রিয়োকেন্ট ফ্লায়ার, লাউঞ্জ এক্সেস ও অন্যান্য সুবিধাসহ একটি টিকেটেই সুবিধাজনক সংযোগ নিয়ে এসকল গন্তব্যে ভ্রমণ করতে পারছেন। প্রতি সপ্তাহে ৬১ হাজারের অধিক যাত্রী এমিরেটস ও তাঁর পার্টনার এয়ারলাইনগুলোর শেয়ারড নেটওয়ার্কে সুবিধা নিয়ে ভ্রমণ করছেন।

বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এমিরেটসের ১৬২টি পার্টনার রয়েছে। ৩১টি এয়ারলাইনের সঙ্গে কোডশেয়ার, ১১৮টি এয়ারলাইনের সাথে ইন্টারলাইন চুক্তি ছাড়াও ১৩টি রেল ও হেলিকপ্টার সেবা প্রধানকারী সংস্থার সঙ্গে এমিরেটসের পার্টনারশিপ চুক্তি বর্তমান।

পার্টনার এয়ারলাইনগুলোর গ্রাহকরাও ভায়া দুবাই এমিরেটস নেটওয়ার্কভুক্ত ১৪০টির অধিক গন্তব্যে একই জাতীয় ভ্রমণ সুবিধা ভোগ করেছেন।

গত এক বছরে এমিরেটস ১৬টি নতুন পার্টনারশিপ চুক্তি সম্পাদন করেছে। এর মধ্যে এভিয়ানকা এবং বাটিক এয়ার মালয়শিয়ার সঙ্গে কোডশেয়ার চুক্তি এবং কেএএম এয়ার, শ্রীলংকান এয়ারলাইন্স, কন্ডোর, ফ্লাইনাস, ভিবা এরোবাস, সান এক্সপ্রেস, মালদিভিয়ান, সাইবেরিয়া এয়ারলাইন্স ও কেনিয়া এয়ারওয়েজের সাথে ইন্টারলাইন চুক্তি করেছে এমিরেটস।

এমিরেটসের লয়াল্টি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস এবং কার্গো পরিবহণ ডিভিশন এমিরেটস স্কাইকার্গো কোড শেয়ার এবং ইন্টারলাইন পার্টনারদের সঙ্গে কাজ করছে যারফলে কার্গো গ্রাহকরা মাল পরিবহণ করার ক্ষেত্রে বিস্তৃত নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন এবং যাত্রীরা বিভিন্ন পার্টনার এয়ারলাইনে ভ্রমণ করলেও পয়েন্ট অর্জন করতে পারছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.