বিপর্যয় কাটিয়ে ওয়ানডে মেজাজে খেলছে পাকিস্তান

ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না শরিফুল ইসলাম। তার জায়গায় খেলছেন তাসকিন আহমেদ। তার জায়গায় বোলিং করতে এসে প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করেছেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি শফিকের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

প্রথম ওভারে শফিকের বিদায়ের পর চাপ সামাল দেয়ার অভিযানে নামেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুই বাঁহাতি ব্যাটার পুরো সেশনেই আর উইকেট যেতে দেননি। তাসকিনের সঙ্গে হাসান মাহমুদও বেশ আগ্রাসী বোলিং করেন, লাভ হয়নি তাতে।

তরুণ পেসার নাহিদ ইসলামও চেষ্টা করে গেছেন। এ দিন তার ওপর একটু চড়াও ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। জুটি ভাঙার আশায় মেহেদী হাসান মিরাজকেও আক্রমণে আনেন বাংলাদেশের অধিনায়ক, সুবিধা করতে পারেননি তিনিও।

প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া মাসুদ এবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মাত্র ৫৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের এই অধিনায়ক। ৩৫ ম্যাচে এটি তার দশম হাফ সেঞ্চুরি। আরেক অপরাজিত ব্যাটার সাইম আইয়ুবও আফ সেঞ্চুরির কাছে থেকে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন।

অর্থসূচক/এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.