টসে জিতেছে বাংলাদেশ

রাউয়ালপিন্ডির দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না শরিফুল ইসলাম। তার জায়গায় খেলছেন তাসকিন আহমেদ।

এদিকে বোলিং করতে এসে প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করেছেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি শফিকের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।

এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ আগের ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে।

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.