ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন হামাসের মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) ১ জন কমান্ডারসহ মোট ৪ জন যোদ্ধা। নিহত ওই কমান্ডারের নাম মুহম্মদ জব্বার ওরফে আবু সুজা।

শুক্রবার (২৯ আগস্ট) পশ্চিম তীরের একটি মসজিদের কাছে ৪ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) পশ্চিম তীরের তুলকার্ম শহরে নূর শামস শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় একটি মসজিদের কাছে পিআইজে যোদ্ধাদের সাথে আইডিএফ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, বুধবার ভোরের দিকে হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যানে সজ্জিত হয়ে ইসরায়েলি বাহিনীর কয়েক শ’ সেনা পশ্চিম তীরের দুই শহর তুলকার্ম, জেনিন এবং আশপাশের এলাকায় অভিযান শুরু করে। প্রায় ২৪ ঘণ্টাব্যাপী এই অভিযানের শেষের দিকে তুলকার্মে নিহত হন মুহম্মদ জব্বার এবং তার সঙ্গী যোদ্ধারাসহ মোট ১৭ জন।

তবে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের তুলকার্ম শাখাও পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের দাবি নাকচ করে নিহতের সংখা মোট ৪ জন বলে নিশ্চিত করেছে।

অর্থসূচক/এএকে/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.