ফ্রাইডে ধামাকা অফারে কেটলির সঙ্গে গিফট বক্স ফ্রি

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘ফ্রাইডে ধামাকা’ অফার। এই অফারে মিনিস্টার ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলির কিনলেই পাওয়া যাবে ১ হাজার টাকা সমমূল্যের ফ্রি গিফট বক্স।

অফারটি শুধুমাত্র আগামী ৩০ ও ৩১শে আগস্ট অর্থাৎ শুক্র ও শনিবারের জন্য প্রযোজ্য।

আকর্ষণীয় ডিজাইন এবং গুণগত মানসম্পন্ন মিনিস্টার ইলেকট্রিক কেটলি ১ হাজার ৩৯০ টাকায় কিনলেই ক্রেতা পেয়ে যাচ্ছেন ১ হাজার টাকার গিফট বক্স। বলতে গেলে, কেটলিটি ক্রেতা পেয়ে যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে মাত্র ৩৯০ টাকায়।

উল্লেখ্য, বর্তমানে বিশেষ অফারে মিনিস্টার সেফটি প্লাস হ্যান্ডওয়াশ পাওয়া যাচ্ছে মাত্র ৭২টাকায়! এছাড়াও, মিনিস্টারে আরও চলছে ‘শরৎ অফার’ এবং ‘দৈনিক কিস্তি অফার’। বর্তমানে বন্যাকবলিত অঞ্চলগুলো এই অফারের আওতাভুক্ত নয়।

অর্থসূচক/এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.