কালোটাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
সভাশেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
তিনি বলেন, একটা সিদ্ধান্ত হয়েছে যে, কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। এখান থেকে সরকার যে টাকা আনতে পারে, সেটা দিয়ে সরকারের যে খুব আগায় তা না। তবে, মূল্যবোধটা বেশি অবক্ষয় হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে। অর্থপাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।
কালোটাকা সাদা করার সুযোগ কবে থেকে বন্ধ হবে, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা ব্যাখ্যা ও বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আগে যেমন একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া হত কালোটাকা সাদা করা যাচ্ছে। এখন আর সেরকম বলা হবে না, উল্টো বলা হতে পারে।
২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এনবিআর কর্মকর্তারা কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সুপারিশ করেন।
১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছিল এ বছরের জুনে। জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় অর্থনীতি নিয়ে নতুন করে আজ এ সিদ্ধান্ত নেয় অন্তবর্তীকালীন সরকার।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.