যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে। বৈঠকটি দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়েছে। তার আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়।

সভা শেষে যমুনার সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিওয়ানা হাসান সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.