গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোতে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদ ভাঙার পরের দিন আজ বুধবার দুইটি ব্যাংকের শেয়ারদর বেড়েছে। অপরদিকে শেয়ার দর কমেছে একটি ব্যাংকের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে শেয়ার দরের এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার (২৮ আগস্ট) ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা বা ৪ দশমিক ৪১ শতাংশ। দিন শেষে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নামে-বেনামে ব্যাপক ঋণ দিয়েছে ইউনিয়ন ব্যাংক। বিতরণ করা অধিকাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে। আর এসব ঋণের বেশিরভাগ নিয়েছে সমালোচিত এস আলমের গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান। গ্রুপটি ঋণের টাকা ফেরত না দেওয়ায় সংকটে পড়েছে ইউনিয়ন ব্যাংক।
এমন পরিস্থিতির মধ্যে গতকাল ব্যাংকটির পর্ষদ ভেঙে মুঃ ফরীদ উদ্দীন আহমদকে চেয়ারম্যান করে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
এদিকে আজ গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ। দিন শেষে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সায়।
গতকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের গঠিত নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল আমিন। জানা গেছে, গ্লোবাল ইসলামী ব্যাংকেও রয়েছে নানা ঋণ অনিয়ম। এসব অনিয়মের মাধ্যমে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
পর্ষদ ভেঙে দেওয়া তিন ব্যাংকের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ২ দশমিক ৮৪ শতাংশ। দিন শেষে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নিয়ন্ত্রণ করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবার। গত ১৫ আগস্ট পর্যন্ত জাভেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বেসরকারি খাতের এ ব্যাংকটিরও পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ সদ্যের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নিয়ন্ত্রণ করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবার। সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে বিভিন্ন দেশে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে।
অর্থসূচক/এমএইচ



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.