‘জটিল অভিযানে’ গাজার সুড়ঙ্গ থেকে ইসরাইলি জিম্মি উদ্ধার

গাজা উপত্যকার দক্ষিণের একটি সুড়ঙ্গে এক রুদ্ধদার অভিযান চালিয়ে হাসাসের হাতে জিম্মি থাকা একজন ইসরায়েলিকে উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া ৫২ বছর বয়স্ক ব্যক্তির নাম কায়েদ ফরহান আলকাদি। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ।

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, এটা খুবই জটিল অভিডান ছিল। হামাসের বন্দুকধারীদের হাতে জিম্মি হওয়ার ১০ মাসের বেশি সময় পর ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে।

ইসরাইলের সামরিক বাহিনীর আরেব কর্মকর্তা বলেছেন, ‘সেনারা আলকাদিকে যখন পায় তখন সে একাই ছিল। তারা টানেল থেকে তাকে উদ্ধার করে। আগের ঘটনাগুলো থেকে এবং উদ্ধার পাওয়া জিম্মিদের দেওয়া তথ্য থেকে যা জানা গেছে তা এই অভিযানের প্রস্তুতির অংশ ছিল।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আলকাদি ইসরাইলের দক্ষিণাঞ্চলের এক বেদুঈন সম্প্রদায়ের সদস্য। তিনি গাজা সীমান্তের কাছে ইসরাইলি এক কিব্বুতজে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে উদ্ধার হওয়া আলকাদির সঙ্গে কথা বলেছেন। জিম্মি উদ্ধারে ইসরাইলি সরকারের উপর চাপ বাড়ছে প্রতিনিয়ত। বিভিন্ন সময় ইসরাইলে বিক্ষোভ হচ্ছে এ নিয়ে। অনেকে জিম্মি উদ্ধারে গাজায় যুদ্ধবিরতির কথাও বলেছেন।

তবে নেতানিয়াহুর দাবি, হামাসের হাতে আটক থাকা প্রত্যেক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরাইল ‘নিরলসভাবে’ কাজ করে যাবে।

অর্থসূচক/এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.