ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে দীর্ঘ যানজট দেখা দিয়েছে৷ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামমুখী লেনে অন্তত ২০ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৮ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ ছাড়িয়ে গেছে যানজটের জটলা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দীর্ঘ যানজটের প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও৷ কাঁচপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কেও দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন।
এই থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা বলেন, ভোর থেকে বিভিন্ন ট্রাক ও পিকআপযোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে৷ তাদের গাড়িগুলো আগে নেওয়ার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন৷ এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট৷ আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে৷
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.