সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “রিপোর্টিং অব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমীর নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন। উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিবিটিএ) মো. শাব্বিরুল আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) মিসেস শবনম শিরিন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞ বক্তারা সেশন পরিচালনা করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.