শেখ হাসিনাসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মঞ্জু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি করেছেন রংপুর জেলার পীরগাছা উপজেলার জুয়ান এলাকার বাসিন্দা ইনছার আলী (৬৮)। নিহত মঞ্জু মিয়া রংপুরের পীরগাছা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও বাবাকে নিয়ে গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, মামলায় মারপিট করে গুরুতর জখম করাসহ গুলি করে মানুষ হত্যা করা এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে রংপুরের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদেরও আসামি করা হয়েছে। শেখ হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি এবং অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৬), রংপুরের পীরগাছা-কাউনিয়া এলাকার সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি (৭৪), সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা (৭৩), গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান (৭০), সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (৪৬), গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ (৫৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন (৩৫) ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান (৩৪)।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.