কঠিন সময়ে বন্ধু সাকিবের পাশে থাকার আশ্বাস মুশফিকুর রহিমের

ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী। আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।

সোমবার (২৬ আগস্ট) মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন।

পোস্টে আরও লেখেন, সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী।

তিনি আরও বলেন, আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলার সময় আইসিসির নিয়ম ভেঙেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারায় সাকিবকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে বেশ ভূমিকা ছিল সাকিব আল হাসানের। যদিও মাঠের বাইরের নানা ইস্যুতে বেশ আলোচনায় এই ক্রিকেটার। এবার সাকিব আল হাসানের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

অপরদিকে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদীন ফাহিম বলেন, `যারা বিশ্বসেরা ক্রীড়াবিদ, তারা যখন মাঠে নামে তখন ওই নেতিবাচক বিষয়গুলো কিন্তু তাদের মাথায় থাকে না। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। সাকিবের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আর এটাই সাকিবকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক সময় সমালোচনার কারণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেন না ক্রিকেটাররা। সাকিবের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না।‘

উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম জানিয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.