বন্ধ কারখানা খুলে দেওয়াসহ একাধিক দাবিতে সাভারে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চাড়ালপারা এলাকার ডংলিয়ন কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘আমরা কারখানায় মোবাইল ফোন ব্যবহার করতে পারি না। এ জন্য গ্রামে পরিবারের কেউ মারা গেলেও তৎক্ষণাৎ কোনও খবর পাই না। এ ছাড়া আমাদের সামান্য ত্রুটি দেখলেই জোর করে রিজাইন লেটারে সই নিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়। এসব বন্ধের দাবি পেশ করলে কর্তৃপক্ষ কোনও ধরনের আশ্বাস না দিলে শ্রমিকরা কর্মরিবতি পালন করেন। পরে কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তাই বন্ধ কারখানা খুলে দেওয়াসহ আমাদের বিভিন্ন যৌক্তিক দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।’
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মূলত বিধি মোতাবেক ওভারটাইম, টিফিন বিল বাড়াতে হবে এসব দাবি তাদের। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কর্তৃপক্ষের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছে।’
এ ছাড়াও মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.