দেশের রাজনৈতিক সংকটকালে পাসে ধর্ম- বর্ণ, দল- মতের ঊর্ধ্বে উঠে বন্যাদুর্গত এলাকার মানুষের দাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহবুদ্দিন।
সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দরবার হলে গুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধসহ নানাবিধ সহযোগিতার প্রয়োজন। বন্যার্তদের সহায়তায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনগণও তাদের সহযোগীতা করছে। বন্যা বিধ্বস্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সবাই এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জনগণের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সহনশীলতা প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য।জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সবাই বাংলাদেশি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জাতি-ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।মানবকল্যাণকে সব ধর্মের মূল বার্তা উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে কূটনীতিক, হিন্দু সম্প্রদায়ের সিনিয়র সাংবাদিক এবং বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ প্রায় ৭০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
অর্থসূচক/এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.