ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদেরকেএ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন-ইসরাইলিদের যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে-কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে।
অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে। করিম খান স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদিবাদী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই।
ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করাসহ বিভিন্ন অভিযোগে ইসরাইলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি করছেন করিম খান। যদিও গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের অপরাধের তদন্তের প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপকে ‘ইতিহাসের অপমান’ বলে অভিহিত করেছিলেন।
অপরদিকে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ভোটাভুটির ফলাফল অনুযায়ী রাফাহ ক্রসিংয়ে ইসরাইলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করে। মানবিক সাহায্য প্রবেশের পথ উন্মুক্ত করতে ওই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানান। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.