গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৬৪ শিক্ষার্থী এখনও দেশের সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সিএমএইচ হাসপাতালগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আন্দোলনে আহত ৫১০ শিক্ষার্থী ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ভর্তি হন। এরমধ্যে ২৪৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আরও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা দিতে তৎপর আছে বলেও জানায় আইএসপিআর।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.