বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীর একটি কাঁচামালের আড়তে কাজ করতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে তার মৃত্যু হয়। হাসান ভোলার লালমোহন উপজেলার রাইসাত গ্রামের অটোরিকশাচালক কবির হোসেনের ছেলে। যাত্রাবাড়ী কাজলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের বাবা কবির হোসেন বলেন, গত ৫ আগস্ট বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.