লিটন ফিরে গেলেও উইকেটে আঁকড়ে ধরেছিলেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে থাকেন মেহেদী হাসান মিরাজ। তাদের দুজনের সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তৃতীয় দিন থেকে দারুণ ব্যাটিং করতে থাকা মুশফিক চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেছেন। আঘা সালমানের বল ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
এ ছাড়া হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করলেন মুশফিক। শুধু তাই নয় এদিন ১০ সেঞ্চুরি করা তামিম ইকবালকেও ছাড়িয়ে গেছেন তারকা এই ব্যাটার। বর্তমানে টেস্টে ১১ সেঞ্চুরি নিয়ে বাংলাদেশি ব্যাটারদের মাঝে সবার উপরে আছেন নাসিম। দিনের প্রথম সেশনে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
এর আগে রিভিউ নিয়ে মুশফিক বাঁচলেও কয়েক ওভার পর লিটনকে হারাতে হয়েছে বাংলাদেশের। তৃতীয় দিনের শেষ বিকেলে নাসিম শাহর ওপর চড়াও হয়েছিলেন লিটন। এদিন অব্শ্য বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারকে সেই সুযোগ দেননি নাসিম। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে উঠা শর্ট অব লেংথ ডেলিভারিতে পয়েন্ট দিয়ে খেলার চেষ্টায় এজ হয়ে উইকেটের পেছনে রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন লিটন। ফেরার আগে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
লিডের আশায় চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামে মুশফিকুর রহিম এবং লিটন দাস। সকালের শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজনে। তৃতীয় দিনের শেষ বিকেলে ৯৮ রানের জুটি গড়েছিলেন লিটন ও মুশফিক। দুটি সিঙ্গেলস নিয়ে জুটির সেঞ্চুরি পূরণ করেন তারা। এদিকে দিনের ষষ্ঠ ওভারে ফিরতে পারতেন মুশফিক। মোহাম্মদ আলির লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করেন অভিজ্ঞ এই ব্যাটার। বল প্যাডে আঘাত করার পর আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো। তবে লিটনের সঙ্গে কথা বলে ২ সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন মুশফিক। টিভি রিপ্লেতে দেখা যায় বল বেরিয়ে যেতো স্টাম্পের বাইরে দিয়ে। যার ফলে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন কেটেলবরো।
সাউদ সাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম করেন ৯৩ রান। তৃতীয় দিনের শেষ বিকেলে লিটন দাস ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি ৫ উইকেটে ৩১৬ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন সকালে লিডের আশায় ব্যাটিংয়ে নেমেছেন লিটন ও মুশফিক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.