শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল আত্মগোপনে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে পর্ষদ সভা ডেকেছে কোম্পানি সচিব মেজর (অবঃ) আহসান হাবিবের পাঠানো ইমেইলের মাধ্যমে পর্ষদ সভা আহবান করা হয়েছে।
কোম্পানি সচিব মেজর (অবঃ) আহসান হাবিব বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক দুর্নীতিবাজ গভর্নর আব্দুর রউফ তালুকদারের ভগ্নিপতি। রউফ তালুকদার গভর্নর থাকা অবস্থায় আহসান হাবিব বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন বলে জানা গেছে।
ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শনিবার (২৪ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটে এনআরবিসির গুলশান শাখার বোর্ড রুমে তড়িঘড়ি করে পর্ষদ সভা ডেকেছে এনআরবিসি ব্যাংক।
জানা যায়, পর্ষদ সভার নোটিশ পাঠানো হলেও কোন মিটিং এজেন্ডা প্রকাশ করা হয়নি।
ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, এই মিটিংয়ে পারভেজ তমাল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে তার অনুগত কোন পর্ষদ সদস্যকে পর্ষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।
একইসাথে পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসতে পারে। তাছাড়া শেষসময়ে অর্থ লোপাটের উদ্দেশ্যে এই সভায় কিছু বেনামী ও ভূয়া ঋণ অনুমোদনেরও আভাস রয়েছে বলেও জানিয়েছেন তারা।
এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে ব্যাংকটির দুর্নীতিবাজ চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমাম বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
অপরদিকে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াঁ আর্জু বর্তমানে রাশিয়া অবস্থান করছেন। লুটের সহযোগী অন্যান্য পর্ষদ সদস্যরাও হাসিনার পতনের পরে প্রকাশ্যে আসেননি বলে জানা গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.