চার উইকেটে ১৫৮ রান নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে খেলা শুরু করে দলটি। প্রথম সেশনে ২৯ ওভার খেলা হলেও ৯৮ রান তুলে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের বোলাররা কোনো উইকেট তুলে নিতে পারেনি। ফলে বোঝাই যাচ্ছে প্রথম সেশনটি হতাশায় কেটেছে বাংলাদেশের বোলারদের। দিনের শুরুতে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদকে দিয়ে বোলিং করালেও কোনো সাফল্য পায়নি টাইগাররা।
এরপর সাকিব আল হাসানের সঙ্গে বোলিং আক্রমণে আনা হয় মেহেদী হাসান মিরাজকে। তারাও উইকেট এনে দিতে পারেননি। উল্টো বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। দুজনেই আছেন সেঞ্চুরি থেকে অল্প দূরত্বে। রিজওয়ান ৮৯ ও শাকিল ৮৬ রান নিয়ে প্রথম সেশন পাড়ি দিয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর খুব বেশি সময় লাগেনি মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি তুলে নিতে। ১৪৩ বলে তিন অঙ্কে পৌঁছান পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। সাকিব আল হাসানের বলে এগিয়ে এসে ডিপ মিড উইকেট দিয়ে সুইপ করে চার মেরে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। সাদা পোশাকের ক্রিকেটে এটি রিজওয়ানের তৃতীয় সেঞ্চুরি। খানিক বাদে শাকিল সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৯৫ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। বাংলাদেশের বোলাররা এই দুই পাকিস্তানি ব্যাটারের সামনে দাঁড়াতেই পারছে না।
অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় দিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.