ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পর্ষদ ভেঙ্গে দেওয়ার পর নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের সংস্কার ও কুখ্যাত এস আলম গ্রুপের খপ্পর থেকে ইসলামী ব্যাংককে উদ্ধার করা ও আমানতকারীদের আমানতের সুরক্ষার লক্ষ্যে আজ ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন ব্যাংকটির নতুন পর্ষদ গঠনের উদ্যোগ চলছে। এ অংশ হিসেবে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগের কথা ভাবা হচ্ছে।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর ৩ বছর পর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে জয়েন করেন। তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী লাভ করেন। এর আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় তার জন্ম।
উল্লেখ, ২০১৭ সালে রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থাকে ব্যাবহার করে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। এর পর থেকেই ব্যাংকটিতে এই অবাধ লুণ্ঠন চালিয়ে গেছে। ইতোমধ্যে নামে-বেনামে ঋণ দেখিয়ে এই থেকে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে আলোচিত গ্রুপটি। আর এই টাকার একটি বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে ভলে অভিযোগ আছে। গতকাল বুধবার পর্যন্ত এস আলম গ্রুপ মনোনীত ব্যক্তিরা ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য। আর এই গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ছিলেন পর্ষদের চেয়ারম্যান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.