সালমান, আজিজ খান, ওবায়দুল করিম ও শাহ আলমের আয়করের তদন্ত হচ্ছে

নানা কারণে আলোচিত-সমালোচিত দেশের শীর্ষ ছয় ব্যবসায়ী গোষ্ঠির কর্ণধারের আয়কর ফাঁকির চিহ্নিত করতে বিশেষ তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এই চিঠি পাঠিয়েছে।

এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত ব্যক্তিরা হচ্ছেন- বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম), ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

এদের মধ্যে প্রথম পাঁচ জনের বিষয়ে তথ্য চেয়ে আজ বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে সিআইসি। আর এস আলমের বিষয়ে তথ্য চেয়ে আগেই চিঠি পাঠানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.