আশুলিয়া থানাধীন এলাকায় ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রেতা মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতের মামলাটির আবেদন অ্যাভভোকেট হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার বাদী হান্নান ভূঁইয়া নিজেই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার ও বেনজীর আহমেদ প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ভিকটিম মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে সাভার আশুলিয়ায় বাইপাইলের তিন রাস্তার মোড়ে জামগড়া রোডের পাকা রাস্তায় ওপরে গুলিতে নিহত হন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.