একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
বুধবার (২১ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারপর তাদের ডিবিতে হস্তান্তর করা হয়।
এরআগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.