সাবেক বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোর রাতে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের ১৭ নম্বরের প্রিয় প্রাঙ্গণ নামের ভবনে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ছাড়াও ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামিদ গ্রুপের তিনতলার অফিসে প্রবেশ করে নিচের ফ্লোরে গিয়ে বিশৃঙ্খল অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া লিফটের ১৩-এর বাম দিকের অফিস, লিফটের ১২-এর পশ্চিম পাশের অফিস, লিফটের ১১-এর পূর্ব পাশের অফিস, লিফটের ১০-এর পশ্চিম পাশের অফিস, তৃতীয় ফ্লোরের পশ্চিম পাশের অফিসের বিভিন্ন তালা, দরজা ভাঙা এবং বিশৃঙ্খল অবস্থায় পাওয়া যায়।
এসময় তার অফিসে থাকা ইলেক্টনিক্স ভল্ট জব্দ করা হয়। এছাড়া এক কোটি ৫১ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। তাছাড়া গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করা হয়। ভবনটি রাতভর ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অভিযান শেষে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে খবর ছিল এখান থেকে নসরুল হামিদ ছাত্র-জনতার আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও তার সংগঠনের ছেলেদের টাকা-পয়সা বিনিয়োগ করেন। সেই কারণে তথ্য প্রমাণ সংগ্রহ করতেই প্রতিটি ফ্লোরে এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এই ভবন থেকে জুলাই ও আগস্ট মাসে পেশাদার অস্ত্রধারীদের টাকা বিলানো হয়েছে। এসব তথ্য আমরা তারই লোকজনের কাছ থেকে জানতে পেরে অভিযানে এসেছিলাম।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.