গ্রেপ্তার হলেন ইয়াবা-বদি

ভয়ঙ্কর মাদক ইয়াবা’র গডফাদার হিসেবে পরিচিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের টেকনাফের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারের পর বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

দেশে ইয়াবা ব্যবসার প্রধান গডফাদার মনে করা হয় আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। অনেকের কাছে তিনি ইয়াবা বদি নামেও পরিচিত। বিভিন্ন সময়ে বিগত সরকারের একাধিক সংস্থার তদন্তেও ইয়াবা বাণিজ্যের সঙ্গে বদির সংশ্লিষ্টতার বিষয়টি ওঠে এসেছে। তবে সদ্য বিদায়ী আওয়ামীলীগ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে গণমাধ্যমের ব্যাপক লেখালেখি ও দেশব্যাপী সমালোচনার মুখে সর্বশেষ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.