আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে অবস্থানরত বিমা কর্মীদের উপর হামলা

বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট পালনের সময় ভুক্তভোগী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মতিঝিলে আইডিআরএ’র কার্যালয়ের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা। এসময় আইডিয়ারএর চেয়ারম্যানের নির্দেশে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, বিমা কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারিদের কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে বিমা নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা।

এসময় সোনালী লাইফের একজন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাদাত সরকার জানান, সালমান এফ রহমান সহ একটি গোষ্ঠী বহুদিন ধরে চেষ্টা করে আসছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে গ্রাস করার জন্য। প্রতিষ্ঠার পর থেকে গত ১০ বছরের মাঝেই ৩৩ টি জীবন বিমা কোম্পানির মাঝে টপ ৪ এ চলে আসে কোম্পানিটি। ফলে অনেকেই ঈর্ষান্বিত। ফলে আইডিয়ার এর চেয়ারম্যান, সাল্মান এফ রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনসহ কয়েকজন মিলে সোনালী লাইফকে শেষ করার পায়তারা করেছে।

তিনি আরও বলেন, গত ৪ মাস ধরে সোনালী লাইফের পারফর্ম্যান্স খারাপ ফলে গ্রাহকদের কাছে আমাদের সন্মান নষ্ট হয়েছে। আমাদের বেতন আটকে আছে। আমরা ২৫ হাজার কর্মকর্তা। আমাদের ভেতরেও তাদের লোক নিয়োগ করা হয়েছে। দেশে এতোগুলো বিমা দূর্নিতী করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না আইডিআরএ। সব অভিযোগ শুধু সোনালী লাইফের বিরুদ্ধে।

চেয়ারম্যান সমর্থিত গোষ্ঠীর হামলায় আহত সোনালী লাইফের কর্মকর্তা রেজাউল করিম জানান, আমরা এখানে আন্দোলন করছিলাম। আমাদের ৪ থেকে ৫ জনকে তখন আইডিআরএ অফিসের ভেতর নিয়ে যাওয়া হ্য। এরপর বেশ কয়েকজন লোক মিলে আমাদের উপর হামলা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.