লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২০ আগষ্ট) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪০ লক্ষ টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিকে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, রেনেটা পিএলসি, রবি আজিয়াটা, সী-পার্ল ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.