সাবেক শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সব ব্যাংককে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের সদস্যদের হিসাব ফ্রিজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আগামী ৩০ দিনের জন্য নওফেল ও তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও ব্যক্তিগত মালিকানাধীন প্রাতিষ্ঠানিক হিসাবে লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

চিঠি ইস্যু করার পর থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে হিসাবের হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

এর আগে সাবেক আরেক মন্ত্রী ডা. দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.