পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

ডিএসইর এক কর্মকর্তা বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন।

সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হিড়িক পড়েছে পদত্যাগের। গত ১০ আগস্ট পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় গভর্নরের পদ ছাড়েন আবদুর রউফ তালুকদার।

এদিকে অধ্যাপক শিবলী রুবাইয়াতের পদত্যাগের পর ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম। তবে সরকার পতনের দুই সপ্তাহ পর এবার ডিএসইর পদ ছাড়লেন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.