বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৯ম ব্যাচ থেকে ২২তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত ২০১ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১জন কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ প্রদান করা হলো। যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা প্রজ্ঞাপনে উল্লিখিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ছিলেন এই ২০১ কর্মকর্তা।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.