গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা ‘অলীক কল্পনা’: হামাস

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় জোরালো’ বলে বাইডেন যে মন্তব্য করেছিলেন তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। আমরা কোনো চুক্তি বা সত্যিকারের আলোচনা দেখতে পাচ্ছি না বরং আমাদের ওপর আমেরিকার পক্ষ থেকে একটি ব্যবস্থা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে।

এর আগে আমেরিকা, কাতার ও মিশর এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানায়, কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ওই তিন দেশের বিবৃতিতে দাবি করা হয়, দোহা আলোচনায় হামাস ও ইসরাইলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। এমন সময় ওই দাবি করা হয় যখন দোহা বৈঠকে হামাসের কোনো প্রতিনিধিদল উপস্থিত ছিল না।

দোহা আলোচনায় ইসরাইলের নতুন একটি দাবি নিয়ে আলোচনা হয়েছে যেখানে ইহুদিবাদী সরকার এই উপত্যকার ভেতরে গাজা-মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখার দাবি জানিয়েছে। হামাস অবশ্য কোনো অবস্থায় গাজায় ইসরাইলি সেনা মোতায়েন রাখার বিষয়টি মেনে নিতে রাজি নয়। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.