স্ত্রীকে শেয়ার উপহার দিবেন সাউথবাংলা ব্যাংকের প্লেসমেন্ট শেয়ারহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের একজন প্লেসমেন্ট শেয়ারহোল্ডার তার স্ত্রী কে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যংকটির এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার মোহাম্মদ নেওয়াজ তার স্ত্রী সুফিয়া বেগমকে কে ৭০ লাখ ৬৫ হাজার  শেয়ার উপহার হিসেবে পাঠাবেন।

LankaBangla securites single page

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাহিরে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.