বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এক মাসের অচলাবস্থা কাটিয়ে আজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে চালু হচ্ছে। একই সঙ্গে খুলছে দেশের ডিগ্রি ও অনার্স পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও।
গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করে।
এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর রবিবার (১৮ আগস্ট) থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এর আগে, বুধবার (১৪ আগস্ট) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত ১৭ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.