গাজায় ২৫ বছরের মধ্যে প্রথমবার পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ জরুরিভিত্তিতে সাত দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যাতে ৬ লাখ ৪০ হাজার শিশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায়।
অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ১২ লাখ পোলিও ভ্যাকসিন পাঠাতে চায়।
এদিকে দক্ষিণ ও উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মূলত গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন।
গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় চালানো ইসরায়েলি হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ৪০১ জন।
তাছাড়া ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদনও দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি।
১০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ফের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সহায়তার ঘোষণা এল।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.