গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত দোহা আলোচনায় ইসরাইল নতুন করে যে শর্ত দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার কাতারের রাজধানী দোহায় তিন মধ্যস্থতাকারী দেশ আমেরিকা, কাতার ও মিশরের কর্মকর্তারা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় ইসরাইলের নয়া শর্ত উত্থাপিত হয়।
ওই তিন দেশ দাবি করেছে, দোহা বৈঠকে হামাস ও ইসরাইলের দাবি-দাওয়ার মধ্যে ‘দূরত্ব কমিয়ে আনা’ সম্ভব হয়েছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, ইসরাইল নতুন যে শর্ত দিয়েছে তা হচ্ছে, যুদ্ধ বন্ধ করার পর গাজা উপত্যকার অভ্যন্তরে মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখবে তেল আবিব।
কিন্তু হামাস এ শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, ইসরাইলকে তার পণবন্দিদের মুক্ত করে নিতে হলে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে সকল সেনা চিরতরে প্রত্যাহার করে নিতে হবে। গাজার বাস্তুচ্যুত সকল মানুষকে নিজ ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে, উপত্যকার ওপর আরোপিত অবরোধ তুলে দিতে হবে এবং অবিলম্বে গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করতে হবে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.