বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার ভিসা পদ্ধতি সহজ করা দরকার: জাহিদ হোসেন

বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য ভিসা দেয়ার পদ্ধতি সহজ করা দরকার। কী ধরনের স্টোরি করবে তার কোনো শর্ত আরোপ না করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্যাটাসে তিনি বলেন, বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য ভিসা দেয়ার পদ্ধতি সহজ করা দরকার। কী ধরনের স্টোরি করবে তার কোনো শর্ত আরোপ করা যাবেনা। দানব সরকার পসিটিভ স্টোরি করার শর্তে বিদেশি সাংবাদিকদের ভিসা দিতো বলে প্রায় শোনা যেত। আর এবিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দ্য ইকোনমিস্টের সাংবাদিক ঢাকায় আসতে চেয়েছিলেন বাংলাদেশে কী ঘটছে তা জানার জন্য। ভিসা না পেয়ে তারা দিল্লি থেকে রিপোর্ট লিখেছেন। ধরে নেয়া যেতে পারে- বাংলাদেশ দূতাবাস ৫ আগস্টের আগের ঘটনা লুকানোর জন্য তাদের সরকারের পছন্দমতো প্রতিবেদন করবে না এমন সাংবাদিকদের ভিসা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, এখন সময় বদলেছে। তবে বিশ্ব জানে না কীভাবে, কী ধরনের এবং কতটা বদলেছে। অনেক কুৎসা রটানো হচ্ছে। এতে বাঙালি তরুণদের বীরত্বের গল্পটি আন্তর্জাতিক মন্ডলে সঠিক প্রচার পচ্ছেনা।

বিদেশি সাংবাদিকরা আসুক, দেখুক, বুঝুক, বলুক আমাদের তরুণরা কীভাবে তাদের জীবন, রক্ত আর ঘাম দিয়ে একটি দানব সরকারের পতন ঘটিয়েছে। তারপর কীভাবে তারা জনসেবা করে যাচ্ছে, কীভাবে রাজনৈতিক অধিকারের অতন্দ্র প্রহিরীর ভূমিকা রাখছে। ওরা শুধু আমাদের নয়, ওরা সারা বিশ্বের বিশ্বয়, ওরা মানব অধিকার যোদ্ধাদের অহংকার বলেও উল্লেখ করেছেন জাহিদ হোসেন।

এছাড়াও তিনি বলেন, তারা দেখুক কীভাবে নতুন সরকার দেশ পরিচালনার জন্য শিক্ষার্থী ও সেনা বাহিনীর সহযোগিতায় একটি নতুন অধ্যায় রচনার চেষ্টায় আছে। যোগ্য ব্যক্তিদের দেশের হাল ধরার সুযোগ দেয়া হচ্ছে। মুক্ত সাংবাদিকতা ফিরে এসেছে। রাজনীতিবিদরা কী ধরনের ভূমিকা রাখছেন। নতুন বাংলাদেশের কাহিনি জানতে দিল্লি যেতে হবে কেনো। সেখান থেকে কী বিকৃত চিত্র দেওয়া হবেনা? ঢাকায় কেন আসতে পারবেনা?

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.