মধ্যপ্রাচ্যকে নিয়ে ইসরাইলি প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক

মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলী বানানোর জন্য ইসরাইল যে প্রচেষ্টা চালাচ্ছে তা রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান । এ সময় আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে তেল আবিবের চলমান উসকানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে তিনি একথা বলেন।

বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা এ কে পার্টির এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা গাজায় ৪০ হাজার নিরপরাধ মানুষের রক্ত ​​ঝরিয়েছে সেইসব গণহত্যাকারীকে আইনের আওতায় আনা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া, লেবাননে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৪৭ নিহত হয়েছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.