আগামী অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা নেয়ায় এই আয়োজন নিয়ে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই আইসিসির কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব পেয়েছে ভারত। এই প্রস্তাবে ‘না’ করে দিয়েছে তারা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারী জয় শাহ এমনটাই নিশ্চিত করেছেন।
ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জয় শাহ বলেন, ‘বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল যদি ভারত বিশ্বকাপের আয়োজন করতে পারে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। আমরা তখনো বর্ষা মৌসুমে থাকতে পারি। আর পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই।’
বিসিসিআইকে দেয়া আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়ে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কয়েকদিন আগে জানিয়েছেন তিনি। মূলত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.